Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিছানায় কাঁদছে তিন মাসের শিশুকন্যা, পাশেই ঘরের আড়ায় ঝুলছিল মা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বিছানায় কাঁদছে তিন মাসের শিশুকন্যা, পাশেই ঘরের আড়ায় ঝুলছিল মা

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন মা। পাশেই বিছানায় কাঁদছিল তিন মাসের কন্যাশিশুটি। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এসে এ দৃশ্য দেখেন। গৃহবধূর স্বামীকে জানালে তিনি এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখেন মারা গেছেন। আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত উম্মে কুলসুম (২৬) বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ফজলুল হকের স্ত্রী। বরকুল গ্রামের নিজামুল হকের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।

নিহতের স্বামী ফজলুল হক জানান, সকাল থেকে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। খবর পেয়ে ঘরে এসে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখতে পান তিনি মারা গেছেন। 

তিনি আরও জানান, কুলসুমের প্রথম সংসারে আবুবক্কর নামের ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে। আর তাদের দাম্পত্য জীবনে তিন মাস বয়সী এক কন্যা মুসফিকা রয়েছে। 

বাড়ির মালিকের স্ত্রী জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘরে শিশুর চিৎকার শুনতে পান পাশের ঘরের বাসিন্দা। ঘরে গিয়ে দেখতে পান কুলসুম ফাঁসিতে ঝুলে আছেন। খবর দিলে তাঁর স্বামী এসে ঝুলন্ত অবস্থা থেকে নামান। হাসপাতালে নিতে চাইলে দেখতে পান কুলসুম মারা গেছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

সাভারে নৈশপ্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শনে আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা

ইটভাটার পাশে মিলল ‘মাদক কারবারির’ লাশ

যমুনা সেতুতে ৭ দিনে আড়াই লাখ যানবাহন পারাপার, টোল আদায় ১৭ কোটি টাকা

লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ডিএনসিসির ঈদ আনন্দমিছিল ও জামাত অনুষ্ঠিত

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

গণ-অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম