ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গাজীপুরের বাসন এলাকা থেকে মটর শ্রমিক লীগের নেতা মো. ওমর ফারুককে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার মহানগরীর ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার বাসিন্দা ও মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গাছা থানায় তাকে হস্তান্তর করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন, ‘আমাদের থানার একটি মামলায় মো. ওমর ফারুককে আদালতে পাঠানো হয়েছে।