ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ শুক্রবার টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল শনিবার মুক্তিকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।
আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল আদালত এলাকা থেকে আটক হন মুক্তি। পরে তাঁকে নুরের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নুর গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি। ২০২১ সালের ১৭ নভেম্বর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাঁর ওপর হামলা হয়। এ ঘটনায় চলতি বছরের ২ সেপ্টেম্বর গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এতে বলা হয়, ঘটনার পর তাঁরা মামলা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সদর থানা কর্তৃপক্ষ সে সময় মামলা নিতে অসম্মতি জানায়।