রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর পদ্মার চর থেকে আফজাল খাঁ (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আফজাল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কায়ম খানের ছেলে।
আফজালের বাবা কায়ম খাঁ জানান, ‘দুই দিন আগে আমার ছেলে আফজাল নিখোঁজ হয়েছে। সে কিছুটা মানসিক প্রতিবন্দী ছিল। স্বজনদের বাড়িতে খুঁজে না পেয়ে মাইকিং করি। একপর্যায়ে হাবাসপুরে গেলে স্থানীয়রা জানায়, পদ্মার চরে একটি ছেলেকে যেতে দেখা গেছে। এরপর ওই চরে গিয়ে আফজালের মরদেহ পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’
রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটানায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’