রাজধানীর মিরপুর ১ নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তৃতীয় শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মচারীরা একটি মানববন্ধন করেন। শান্তিপূর্ণ আন্দোলনে হুট করে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অনেক কর্মচারী আহত হন।
আহত সামসুল ইসলাম বলেন, ‘আমরা তিন দিন আগে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে এই মানববন্ধন করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হই। তার পরেও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। পুলিশ আমাদের কোনো কথাই শুনল না। আমাদের বেশ কয়েকজন সহকর্মী আহত হয়ে হাসপাতালে গেছেন।’
এদিকে আন্দোলনরতদের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। হামলার কোনো ঘটনা ঘটেছে বলে জানি না।’