বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় মানিকগঞ্জের হরিরামপুরের সাত দোকানিকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ঝিটকা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে হরিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতির হরিরামপুর অভিযোগকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানসহ আনসার দলের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার কারণে ঝিটকা বাজারের সাত দোকানিকে জরিমানা করা হয়েছে। শপিংমলগুলো সরকার নির্ধারিত সময়ে রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশনা থাকলেও তারা দোকান খোলা রেখেছেন। দেশের এ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয় রোধে অভিযান চলমান থাকবে।