Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

রাজধানীর বাড্ডার ১০০ ফুট এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। আহতরা হলেন শাকিল (৩২) ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০)। আহতদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন। 

দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দগ্ধ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’ 

জুয়েল পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামে আলাউদ্দিন ফকিরের ছেলে। শহিদুল একই থানার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। তাঁরা যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় থাকতেন। 

শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার বলেন, তাঁরা দুজন শ্রমিক। বাড্ডার ১০০ ফুট এলাকায় উত্তর সিটি করপোরেশনের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান এমএস করপোরেশনের মাধ্যমে কাজ করছিলেন তাঁরা। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে পোঁতার সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজদ জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাড্ডার ১০০ ফুট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় পাঁচ ব্যক্তি বিদ্যুতায়িত হন। পরে লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে