Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা ট্রাকে অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। মহাসড়কে দীর্ঘ দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়। 

আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আজাদুল হক (৪০)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে তিনি। কালিয়াকৈরের ‘মাহমুদ ডেনিমস লিমিটেড’ নামের একটি পোশাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী। 

রাস্তা অবরোধ করে অর্ধ শতাধিক যানবাহন ভাঙচুর করেন শ্রমিকেরাশ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল আটটার দিকে কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও তিন শ্রমিক। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঘটনার পর উত্তেজিত শ্রমিকেরা ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করেন। এরপর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’ 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু