গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা ট্রাকে অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। মহাসড়কে দীর্ঘ দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় তা স্বাভাবিক হয়।
আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজাদুল হক (৪০)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে তিনি। কালিয়াকৈরের ‘মাহমুদ ডেনিমস লিমিটেড’ নামের একটি পোশাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’