Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ২৪৯ আটক, ২২২ গাড়ির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ২৪৯ আটক, ২২২ গাড়ির বিরুদ্ধে মামলা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ অবস্থায় জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এমনকি সবাইকে ঘরে থাকার নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু এই লকডাউন অমান্য করে অনেকেই ঘর থেকে বেরিয়েছেন। বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীতে ২৪৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায়, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের বিভিন্ন চেকপোস্টের তল্লাশির পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এসময়য় ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮, মোহাম্মদপুর থানায় ২৬, আদাবর থানায় ১৮, শেরেবাংলানগর থানায় ৪৩ ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।

এদিকে আটকের ঘটনা ঘটেছে মিরপুর এলাকায়ও। অকারণে ঘর থেকে বের হওয়ায় মিরপুরের পল্লবী, দারুসসালাম, কাফরুলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি আরও জানান, বিনা কারণে ঘর থেকে বের হওয়াদের আইনের আওতায় আনা হচ্ছে। 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু