Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, সংবাদ সম্মেলন মাওলানা সাদ অনুসারীরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, সংবাদ সম্মেলন মাওলানা সাদ অনুসারীরা
টঙ্গীতে সাদ অনুসারীদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাদ অনুসারীরা।

সংবাদ সম্মেলন সাদ অনুসারী মুরব্বি রেজা আরিফ বলেন, ‘আমাদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, আমাদের জোড় ইজতেমা করতে লিখিত অনুমতি দেওয়া হবে। মাওলানা জুবায়ের অনুসারীরা ইতিমধ্যে জোড় ইজতেমা শেষ করেছেন। যেহেতু আমাদের জোড় ইজতেমা সন্নিকটে তাই ময়দানে কিছু সংস্কার কাজ করতে হয়।

আমাদের একটি প্রতিনিধিদল ময়দানে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ময়দানে প্রবেশ না করতে বলা হয়। আমরা আজ (বৃহস্পতিবার) ময়দানে প্রবেশ করতে যাইনি।’

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী এই ময়দানটি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা। বিগত বছরগুলোতেও তাবলিগের কাজ শেষে মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা ময়দানটি দখলে রেখেছিলেন। এবারও দখল করে রেখেছেন।’

রেজা আরিফ বলেন, ‘আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (অপরাধ দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে প্রাইভেট কারে চেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা দিয়ে ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে রওনা দিই।

টঙ্গীতে সাদ অনুসারীদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীতে সাদ অনুসারীদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা

এ সময় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া কয়েক শ মাওলানা জুবায়ের অনুসারীরা আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমিসহ আরও চারজন মুরব্বি আহত হন। তা*রা হলেন বশির শিকদার, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আতাউর রহমান ও হাজি মনির।’

টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সাদ অনুসারীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সাদ অনুসারীদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আজ আমাদের ওপর হামলার মতো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ময়দানে যাইনি। তবে ময়দানের পাশের সড়ক ব্যবহার করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা চাই তারা বদলে যাক, তবলিগের লোকজনের এমন আচরণ কাম্য নয়।

আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকারের পক্ষ থেকে আমাদের জোড় ইজতেমা করতে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জোড় ইজতেমা করব। আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খল নই। আজকের হামলার ঘটনায় আয়োজক কমিটির অন্য মুরব্বিদের সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেব।’

সেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস