মাদারীপুর জেলার শিবচরে জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি জাটকা জব্দ করা হয়। আজ বুধবার সকালে উপজেলার শেখপুর হাট থেকে এসব জাটকা জব্দ করে উপজেলার কলাতলা নৌ-পুলিশ।
নৌ-পুলিশ বলছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য দুই মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এ সময় নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের টিম অভিযান চালায়। এ সময় জাটকা বিক্রিরত অবস্থায় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত ৩০ কেজি জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।’