Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ভিসির বাসভবনের সামনে রাতে ছাত্রীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

জাবিতে ভিসির বাসভবনের সামনে রাতে ছাত্রীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুটি ছাত্রী হলের মেয়েরা গণরুম থেকে রেহাই চেয়ে আসন বরাদ্দের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের ছাত্রীরা এতে অংশ নেন। তাঁদের দাবি, দেড় বছর ধরে তাঁরা গণরুমে থাকছেন। 

আজ রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভনের সামনে গিয়ে ছাত্রীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রাত ১০টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছাত্রীরা তাঁদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন। 

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, দেড় বছর ধরে তাঁরা আবাসিক হলের গণরুমে অবস্থান করছেন। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তাঁদের আসন বরাদ্দ দিতে হবে। 

জাবিতে ভিসির বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকাএ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা ৯৫ জন ছাত্রী একসঙ্গে গণরুমে থাকি। তীব্র গরমে গণরুম থেকে দুর্গন্ধ বের হয়। মশার কামড়ে ইতিমধ্যে কয়েকজন ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ ছাড়া অনেকে সর্দি-কাশিতে ভুগছে। তাই অবিলম্বে হলে সিট বরাদ্দ চাই।’ 

ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের ছাত্রী মোহছানা মীম বলেন, ‘দেড় বছর ধরে গণরুমে আছি, অথচ এখনো হলে সিট পাইনি। বর্ষাকালে গণরুমে পানি উঠে, গরমকালে দুর্গন্ধে থাকা যায় না। আমরা দ্রুত হলে সিট চাই।’ 

এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চললেও ভিসি বাসভবন থেকে বের হননি। তবে অবস্থান কর্মসূচির খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত হন।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার