Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, ট্রাকচালক নিহত 

ঢামেক প্রতিবেদক

বনানীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, ট্রাকচালক নিহত 

রাজধানীর বনানীতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মারা গেছেন। নিহত চালকের নাম শাহজাহান মিয়া (৩৫)। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় বনানী থানা-পুলিশ ওই ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহানের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এজাজুল হক বলেন, বনানী নৌ সদর দপ্তরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, রাতে টঙ্গীর কারখানা থেকে রড বোঝাই করে হাজারীবাগে যাচ্ছিল ট্রাকটি। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন