Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবীরের গামছা প্রতীকে নির্বাচন করবেন কণ্ঠশিল্পী নকুল কুমার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবীরের গামছা প্রতীকে নির্বাচন করবেন কণ্ঠশিল্পী নকুল কুমার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দলের গামছা প্রতীক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।

গতকাল রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা গোবিন্দ মল্লিকের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার শুরুতে নকুল কুমার নির্বাচন করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে নকুল কুমার বলেন, ‘সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে, দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এই দেশে আওয়ামী লীগের বাইরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ, যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইবোনের মতো বলে উল্লেখ করে নকুল কুমার বলেন, ‘একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।’

নকুল কুমার বলেন, ‘আমি বরিশাল-২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাব, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

গানের সুরে সুরে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘আমি হতে চাই না দুর্নীতিবাজ কোনো নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছে বঙ্গবীরের গামছা।’

এ সময় নকুল কুমার বিশ্বাসসহ তাঁর সব সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল গামছা।

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ