Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জ জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগারের তারেক বাইন (৬০) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। তিনি ভারতীয় নাগরিক। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বিহারের সোনার গ্রামের মরন বাইনের ছেলে তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানার মামলা হয়। দা কন্ট্রোল অব অ্যান্টি অ্যাক্ট এর ৪ ধারায় সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পুলিশ জানায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ভারতীয় নাগরিক তারেক বাইনতে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিকে তিনি মারা যান। 

হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গতকাল রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তারেক বাইন নামে ভারতীয় নাগরিক এক হাজতি হাইপারটেনশন নিয়ে জরুরি বিভাগে আসে। পরে তাঁকে ভর্তি করে চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়। জেল সুপারের উপস্থিতিতে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। কারণ তিনি একজন বিদেশি নাগরিক। রাষ্ট্রীয় বিধি মোতাবেক মরদেহ হস্তান্তর করা হবে। 

জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে বিগত ২০২১ সালের ৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। ওই বন্দী গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাঁকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’ 

ওই হাজতির মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানায় পুলিশ। 

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস