Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভূমির কুতুবের খালাসের রায় স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমির কুতুবের খালাসের রায় স্থগিত 

ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেন। এর ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদক আইনজীবী। 

কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শাহ মনজুরুল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

এর আগে কুতুবের আপিল মঞ্জুর করে গত বুধবার হাইকোর্ট তাকে খালাস দেন। পরে বৃহস্পতিবার খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে দুর্নীতি দমন কমিশন। 

কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়ে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। পরে সেখানে নিজেই বসবাস করার অভিযোগে ২০১৮ সালের ৮ জুন কুতুবের বিরুদ্ধে মামলা করে দুদক। 

২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি কুতুব ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 
চার্জশিটে বলা হয়, কুতুব উদ্দিন একজন সরকারি কর্মকর্তা হয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেন। 

আর মালিক না হওয়া সত্ত্বেও নাজমুল ইসলাম সাঈদকে ভুয়া আমমোক্তার সাজিয়ে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গুলশানে ১০ কাঠা জমির প্লট দখল করেন। এমনকি সেখানে বাড়িও করেন। 

ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় কুতুবকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৩ মে শুনানি শেষে রায়ের জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

সেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস