রাজধানীর গুলিস্তান হলমার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর সময় রড নিচে পড়ে অন্তত ১৫ জন পথচারী আহত হয়েছেন।
আজ সোমবার রাত ৮টার দিকে হলমার্কেট আজমেরী হোটেলের হোটেলের পাশার রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
আহতরা হলেন—জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।
আহতরা জানান, তাঁরা গুলিস্তান হলমার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওপর থেকে অনেকগুলো রড তাঁদের ওপর পড়ে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. হাসান জানান, হলমার্কেটের ওপরে কাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ওপরে রড তোলা হচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে বেশ কয়েকজন পথচারী আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচজনের মাথায় ও শরীরে আঘাত আছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।