Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে ক্রেন থেকে রড পড়ে ১৫ পথচারী আহত

ঢামেক প্রতিনিধি

গুলিস্তানে ক্রেন থেকে রড পড়ে ১৫ পথচারী আহত

রাজধানীর গুলিস্তান হলমার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর সময় রড নিচে পড়ে অন্তত ১৫ জন পথচারী আহত হয়েছেন।

আজ সোমবার রাত ৮টার দিকে হলমার্কেট আজমেরী হোটেলের হোটেলের পাশার রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

আহতরা হলেন—জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।

আহতরা জানান, তাঁরা গুলিস্তান হলমার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওপর থেকে অনেকগুলো রড তাঁদের ওপর পড়ে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. হাসান জানান, হলমার্কেটের ওপরে কাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ওপরে রড তোলা হচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে বেশ কয়েকজন পথচারী আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচজনের মাথায় ও শরীরে আঘাত আছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু