গাজীপুরের টঙ্গীতে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। আজ রোববার বেলা ১১টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকার মম ফ্যাশন লিমিটেড নামক কারখানায় আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার শ্রমিকেরা জানান, আজ সকালে ওই কারখানায় আগুন লাগে। খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের ঘটনায় মম ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে কারখানার একজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন কারখানার কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক জান্নাতুন নাঈম আজকের পত্রিকাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে যায়। রাস্তায় যানজট থাকায় আমাদের পৌঁছাতে কিছুটা সময় লাগে। কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন শ্রমিকেরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের সঙ্গে যোগ দেন। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার কারণ চিহ্নিত করতে কাজ করছে।