রাজধানীর মতিঝিল ফকিরাপুল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর।
আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ফকিরাপুল ট্রাফিক সিগন্যালের পাশে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, বিকালে খবর পেয়ে ফকিরাপুল ট্রাফিক সিগন্যালের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এসআই বলেন, ওই ব্যক্তি ভিক্ষুক প্রকৃতির। ফকিরাপুল এলাকাতে ভিক্ষাবৃত্তি করতেন এবং ওই এলাকাতেই থাকতেন। ধারনা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় সনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।