Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বাসচাপায় নারী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বাসচাপায় নারী নিহত

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের চালকের সহকারী লোকমানকে (৪৫) আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ওই নারীর নাম ফরিদা ইয়াসমিন (৬৫)। তিনি টঙ্গীর ভরান এলাকার আবদুল ওহাব মোল্লার স্ত্রী। 

পুলিশ জানায়, আজ দুপুরে গাজীপুরা তামীরুল মিল্লাত মাদ্রাসা ছুটি শেষে নাতনি আশরাকে নিয়ে টঙ্গীর ভরান এলাকার বাসায় ফিরতে গাজীপুরা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় করছিলেন ফরিদা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে (পূর্ব পাশে) শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহন নামক একটি বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে শিশু আশরার কোনো ক্ষতি হয়নি দুর্ঘটনায়। 

পুলিশ আরও জানায়, স্থানীয়রা পুলিশে খবর পাঠালে থানার উপপরিদর্শক আরফান আলী নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে টঙ্গীর চোরাগ আলী এলাকা থেকে সোনার বাংলা পরিবহনের ওই বাসটি জব্দ করে পুলিশ। তখন চালকের সহকারীকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবারের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হতে পারে।

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

মা-বাবা ছিলেন কাজে, ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য