Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। 

আজ বিকেলে সেলিম আলতাফকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। সেলিম আলতাফের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান তোতা। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই মামলার ঘটনায় নিহত রনি হত্যাকাণ্ড সাবেক সংসদ সদস্য জড়িত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও উসকানি দাদাদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ১টার সময় মোহাম্মদপুর থানার নূরজাহান রোডের দক্ষিণ মাথায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্ত জখমপ্রাপ্ত হন। স্থানীয়রা তাঁকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করে ৮ সেপ্টেম্বর নিহত রনির মা পারভিন মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

মা-বাবা ছিলেন কাজে, ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য