কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যানের চাপায় ইমাম হোসেন (২৮) নামে এক সিএনজি অটোচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী অটোরিকশাকে বিপরীতমুখী কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন।
রামু ক্রসিং হাইওয়ের পুলিশ পরিদর্শক আব্দুর রব বলেন, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।