Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হেঁটে যাওয়ার পথে দগ্ধ, ৭ দিন পর কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেঁটে যাওয়ার পথে দগ্ধ, ৭ দিন পর কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কলেজ শিক্ষার্থী জাহান সরদার সেলিম (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘জাহানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে আজ বিকেলে তিনি মারা গেছে।’

নিহত জাহানের মামা আল ইসলাম বলেন, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ খটিয়া গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর সরদার। দোহার নবাব কলেজের ম্যানেজমেন্টে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এক ভাই এক বোনের মধ্যে জাহান ছিল ছোট।

আল ইসলাম আরও বলেন, ঘটনার দিন জাহান দোহার থেকে বাসে করে গুলিস্তান নামে। এরপর যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনায় সে দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজকে মারা যায়।

প্রসঙ্গত, রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির নাম কুইন টাওয়ার। গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু