Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফারদিন হত্যার পেছনে ‘রায়হান গ্যাং’, বলছেন র‍্যাব কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফারদিন হত্যার পেছনে ‘রায়হান গ্যাং’, বলছেন র‍্যাব কর্মকর্তারা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় চাঞ্চল্যকর অগ্রগতি পেয়েছে র‍্যাব। শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে র‍্যাবের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তারা। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে ফারদিন হত্যার চাঞ্চল্যকর সব তথ্য জানতে পারে বাহিনীটি। 

সূত্র জানিয়েছে, আলোচিত এই হত্যার ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজন নজরদারিতে রয়েছে। যারা বুয়েট শিক্ষার্থী ফারদিনকে পিটিয়ে হত্যা করেছে। 

নারী ঘঠিত কিংবা মাদকের কোনো সম্পৃক্ত পাওয়া গেছে কি—না জানতে চাইলে র‍্যাবের এক কর্মকর্তা বলেন, ‘ফারদিনের সঙ্গে আমরা মেয়ে ঘটিত বা মাদকের কোনো সম্পৃক্ততা পাইনি। তাকে ফিটিং এবং অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে নিয়ে যাওয়া হয়।’ 

চনপাড়া কীভাবে গেল জানতে চাইলে র‍্যাব কর্মকর্তা বলেন, ‘চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দুরে। আর ফারদিন বস্তির ভেতরে যাইনি। ধারণা করছি, মেইন রোড থেকেই তাকে ফিটিং দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। এরপর পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত সিটি শাহীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।’

এই সম্পর্কিত আরও পড়ুন:

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু