দেশের ওপর থেকে বয়ে চলা দাবদাহ আরও সাত দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ২০ এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাবদাহ অব্যাহত থাকবে আরও সাত দিন। এই সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।’
এর আগের বছর এই সময়ে তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘এবারও তাপমাত্রা এমন হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও তা চলতি মাসের ২০ তারিখের পর।’
এদিকে চুয়াডাঙ্গা জেলায় আট দিন ধরেই বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আজ খুলনা বিভাগের এই জেলাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ।
অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। কাঠফাটা গরমে যেন নাভিশ্বাস উঠেছে জনজীবন।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।
এই কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।