সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর এই রাজনৈতিক সমঝোতার দাবি জানালেন জাতীয় নির্বাচন ভবন এর আমন্ত্রণে অংশ নেওয়া শিক্ষাবিদ-বুদ্ধিজীবীরা। অবশ্য আমন্ত্রিত অতিথিদের এমন দাবিতে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে ভালো নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে।’
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে আজ রোববার জাতীয় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’
সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা।
অংশীজনেরা ভালো দায়িত্বে আছেন উল্লেখ করে জনগণকে, সরকারকে, ভোটারকে, সকলকে সচেতন করা এবং সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।