Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় যুবলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা), প্রতিনিধি

হত্যা মামলায় যুবলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেপ্তার
মামুন মিয়া ওরফে মসল্লা মামুন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টর পার্কের দক্ষিণ পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর (১৯) নামের এক যুবককে হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা রয়েছে।

এএসপি মাহফুজ বলেন, ‘গত ৫ আগস্ট ভোর ৫টায় উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিনের আর এ কে টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করলে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাগর। এ ঘটনায় তাঁর বাবা সেরাজুল গাজী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৩ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি মামুন মিয়া ওরফে মসল্লা মামুন।’

গ্রেপ্তার মামুন কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় থাকেন।

এএসপি মাহফুজ বলেন, ‘গ্রেপ্তারের পর মামুনকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন