Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মানবাধিকার নিয়ে র‍্যাবের সেমিনার

অনলাইন ডেস্ক

মানবাধিকার নিয়ে র‍্যাবের সেমিনার
র‍্যাব সদর দপ্তরের এলিট হলে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট ড. শাহদীন মালিক। ছবি: আজকের পত্রিকা

মানবাধিকার নিয়ে সেমিনার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার র‍্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট ড. শাহদীন মালিক বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি মানবাধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‍্যাবের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আলোচনার দ্বিতীয় অংশে মিডিয়ার চোখে র‍্যাব ও জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় তিনি মিডিয়া ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে, এ ব্যাপারে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

র‍্যাব সদর দপ্তরের এলিট হলে আয়োজিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা
র‍্যাব সদর দপ্তরের এলিট হলে আয়োজিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা

সেমিনারে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া র‍্যাব সদর দপ্তরের সব পরিচালক ও অন্যা ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, র‍্যাবের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ে করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাঁদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক