Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে আশরাফুল হত্যা মামলায় ২ ভাই লালমনিরহাট থেকে গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আশরাফুল হত্যা মামলায় ২ ভাই লালমনিরহাট থেকে গ্রেপ্তার
গ্রেপ্তার সোয়েব আহমেদ খান ও ছাকিন খান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে আশরাফুল ইসলাম পলাশ (৩৩) হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার মধ্যরাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজার পূর্বপাশ থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার সোয়েব আহমেদ খান (২২) ও তাঁর ভাই ছাকিন খান (২০)।

নিহত আশরাফুল ইসলাম সাভারের নবীনগর এলাকার কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু তিনি মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকার সোয়েবের শ্বশুর খবির উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন।

র‍্যাব জানান, বাসাভাড়া থাকার সুবাদে আশরাফুল ইসলামের সঙ্গে বিভিন্ন বিষয়ে সোয়েব ও ছাকিনের বিরোধ চলছিল। এর জেরে আশরাফুলকে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ পৌরসভার কালীগঙ্গা নদীর বেউথা ব্রিজের মুরগির ফার্মের ডেকে নিয়ে যান সোয়েব ও ছাকিন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে সোয়েব ও ছাকিনসহ বেশ কয়েকজন পালিয়ে যান।

স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পথিমধ্যে অবস্থার অবনতি হওয়ায় আশরাফুলকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও পুনরায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের বড় ভাই সদর থানায় একটি হত্যা মামলা করেন।

র‍্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪, সিপিসি-৩ এবং র‍্যাব-১৩ এর সদর কোম্পানি দলের অভিযানে লালমনিরহাটের সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক