দেশে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে আগামী ৮ এপ্রিল থেকে। চল্লিশোর্ধ্বদের প্রথম ডোজ দেওয়া শেষ হবে আগামীকাল ৬ এপ্রিল, মঙ্গলবার।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলার সময় বাকি ভ্যাকসিন চলে আসবে।
ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন কিনছে সরকার। গত বছরের ৫ নভেম্বর এসআইআই এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সরকার সেরাম থেকে প্রতি ডোজ ভ্যাকসিন পাঁচ ডলার দামে তিন কোটি ডোজ আনবে।
এরই মধ্যে ভারত উপহার দিয়েছে ২০ লাখ ডোজ, সেরাম থেকে দুই চালানে এসেছে ৭০ লাখ এবং মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নরেন্দ্র মোদি উপহার দেন ১২ লাখ ডোজ। সব মিলিয়ে ১ কোটি ২ লাখ ডোজ ভ্যাকসিন থেকে ৬০ লাখেরও বেশি এরই মধ্যে প্রয়োগ করা হয়েছে।