Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জামিন পেলেন দুদক থেকে বরখাস্ত হওয়া এনামুল বাছির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামিন পেলেন দুদক থেকে বরখাস্ত হওয়া এনামুল বাছির

ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। একই সঙ্গে আপিল শুনানির জন্য নথি প্রস্তুতির নির্দেশ দিয়েছেন আদালত।

এতে বাছিরের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে ২৩ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এনামুল বাছিরকে জামিন দেন। কিন্তু আপিলের নথিতে জামিন আবেদন না থাকায় পরদিন তা প্রত্যাহার করা হয়। এর আগে নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল বাছিরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন হাইকোর্ট। ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলা করে দুদক।

২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল খন্দকার এনামুল বাছিরকে অর্থ পাচারের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগে তাঁকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাঁকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে।

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক