Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি

দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যথায় তাঁকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত যুবক নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাংগা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে বিল্লাল (২৭)। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ থাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আবুল কালাম আজাদ ও এপিপি শামসুজ্জামান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী বনানীর কড়াইল বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন। বাদীর মেয়ে কড়াইলের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রি (১০) ছিল। ওই শিশু শিক্ষার্থী ২০১৯ সালের ১১ অক্টোবর সকালে মাঠে খেলার জন্য বের হয়। এ সময় শিশুটিকে ধর্ষণ করেন বিল্লাল। শিশুটি বাসায় এসে ঘটনা জানালে শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিনে বনানী থানায় মামলা করেন।

পরে এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন এবং বিচার চলাকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস