মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শিশুটির নানি বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করলে পুলিশ এদিন রাতেই তাঁকে গ্রেপ্তার করে।
মামলায় জানা গেছে, গত বুধবার মেয়ে ও তার মাকে ঠান্ডা, জ্বরের ওষুধের কথা বলে চেতনানাশক খাইয়ে দিলে তারা ঘুমিয়ে যায়। রাত ১১টার দিকে অভিযুক্ত বাবা মেয়েকে ধর্ষণ করেন। পরদিন সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, ‘আমাদের কাছে আসছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সদস্য গবিন্দ ঘোষ বলে, ‘ঘটনাটি আমি শুনেছি। ওই বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটি ও তার মা বাড়িতে নেই। বর্তমানে কোনো একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।