Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ধানমন্ডি থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ধানমন্ডি থেকে গ্রেপ্তার
বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌস। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খিলগাঁও থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।

খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিল ভুক্তভোগী মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হন। আহত আহাদুল ইসলামকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা মো. বাকেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়।

আরও বলা হয়েছে, তদন্তাধীন এই মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই মামলার এজাহারভুক্ত আসামি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে খিলগাঁও থানার একটি দল ধানমন্ডি থানার পুলিশের সহায়তায় ধানমন্ডি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ