Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রার প্রথম দিন: সময়মতো ছাড়ছে ট্রেন, ভিড় স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার প্রথম দিন: সময়মতো ছাড়ছে ট্রেন, ভিড় স্বাভাবিক 

ঈদযাত্রার প্রথম দিনে আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ের আশপাশেই ছেড়ে গেছে। স্টেশনে যাত্রীদের স্বাভাবিক ভিড় রয়েছে। 

আজ সকাল ছয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২০টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। এর মধ্যে একটি ট্রেন এক ঘণ্টা দেরি করেছে। বাকিগুলোর শিডিউল তেমন বড় ধরনের বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছে কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার। ভিড় কম থাকায় যাত্রীরা ঝামেলাহীনভাবে ট্রেনে উঠতে পারছেন। 

চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন নীলিমা আক্তার। তিনি বলেন, বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রাম যাচ্ছি। ভেবেছিলাম অনেক ভিড় হবে। কিন্তু এসে দেখলাম ভিড় নেই বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে ট্রেনে উঠতে পারব বলে মনে হচ্ছে। 

স্টেশনে যাত্রীদের স্বাভাবিক ভীড় রয়েছে। ছবি: আজকের পত্রিকা তবে আরেক যাত্রী তন্বী খাতুন বলেন, আজ প্রথম দিন তাই হয়তো ভিড় কম। তবে আমার মনে হচ্ছে এই ভিড় কাল থেকে বাড়বে। 

এদিকে এবার স্টেশনে কড়াকড়ি হয়েছে। প্রতিবারের মতোই এবারও স্টেশনে ঢোকার মুখে বাঁশের গেট বানানো হয়েছে। সেটি পার হয়ে প্ল্যাটফর্মে ঢোকার মুখ টিটিই টিকিট চেকিং পজ মেশিন দিয়ে টিকিট চেক করছেন। 

স্টেশনে ঢোকার মুখে বাঁশের গেট বানানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা হেড টিকিট চেকিং কালেক্টর এ এইচ এম সাজ্জাদুল হক বলেন, টিকিট যার ভ্রমণ তার নীতিতে প্রতিটি টিকিট চেক করা হচ্ছে। যাত্রীর নাম, ভোটার আইডি নম্বর মিলিয়ে দেখা হচ্ছে। 

এদিকে আজ থেকে রেলের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ পাওয়া যাচ্ছে ১৩ এপ্রিলের টিকিট। এভাবে ৯ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে টিকিট পাওয়া যাবে। আজ ৪২টি আন্তনগর ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাবে।

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ