Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

প্রতারণা মামলায় রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রতারণা মামলায় রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।

নরসিংদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছর কামাল হোসেন নামের একজন বাদী হয়ে মোমেন মিয়ার বিরুদ্ধে ৩০ লাখ টাকার চেক প্রতারণা মামলা করেন। ওই মামলায় নরসিংদী দায়রা জজ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

মোমেন মিয়ার ইটভাটায় নিয়মিত কয়লা দিতেন মামলার বাদী কামাল হোসেন। ওই কয়লার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চেক প্রতারণা করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, মোমেন মিয়ার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে তথ্য-প্রযুক্তির সহায়তায় শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি