Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গোসাইরহাটে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলে আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলে আটক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নদীতে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৮ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার গোসাইরহাট উপজেলার আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় এবং পরিবহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বৃহস্পতিবার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। গোসাইরহাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় অভিযান চালায় উপজেলা মৎস অফিস। অভিযানে উপজেলার আলাওলপুর, ঠান্ডারবাজার ও কোদালপুর লঞ্চঘাট থেকে নদী থেকে মাছ শিকার করা অবস্থায় ১০ জন জেলেকে আটক করা হয়।

গোসাইরহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ইলিশ ধরা বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজও অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে এক বছর করে কারাদণ্ড দেন। আর ১৮ বছরের কম বয়স হওয়ায় দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু