রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির মামলায় স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা ও এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাংশা পৌরসভা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা ফজলুল হক ফরহাদ (৪০) ও পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল ইসলাম (৩৫)।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, আসামিদের বিরুদ্ধে গতকাল ২ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। মামলা দায়ের করেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাংশা পৌরসভা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। এ ছাড়া ধর্ষণ মামলায় আকাশ (১৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আকাশ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের মো. জনির ছেলে।