গাজীপুরে কোটি টাকা মূল্যের মাদকসহ (ক্রিস্টাল মেথ) দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার আটক করার পর আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আটক দুজন হলেন গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার বাউপাড়া এলাকার মো. সোহাগ খান (২৮) এবং একই থানার টেক কাথোরা (বাঁশবাড়ী) এলাকার মো. মোশারফ (৪৪)।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (ডিবি, উত্তর) মুহাম্মদ কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর মেট্রো থানার টেক কাথোরা এলাকায় অভিযান চালায়। একটি বাড়িতে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ বা আইস আছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ শ গ্রাম আইসসহ দুজনকে আটক করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা।
মুহাম্মদ কামাল আরও বলেন, মাদকদ্রব্য চোরাচালান চক্রের সহায়তায় এই মাদক তাঁরা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে কিনেছেন বলে আসামিরা জানান। পরে তাঁরা গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, সদর মেট্রো থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।