Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ইউপি সদস্যদের আরও শক্তিশালী করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউপি সদস্যদের আরও শক্তিশালী করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের আরও শক্তিশালী করতে হবে।’ 

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) উদ্যোগে ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শ ম রেজাউল করিম বলেন, ‘দেশে প্রত্যন্ত অঞ্চলের এই ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্যই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সুতরাং, তাঁদের যত বেশি শক্তিশালী করা যাবে, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন তত বেশি শক্তিশালী ও বিস্তৃত হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকেও আরও ত্বরান্বিত করতে হবে।’ 

সংগঠনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘দেশকে যদি উন্নত করতে হয়, উন্নয়ন যদি তৃণমূলে পৌঁছে দিতে হয়, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তবে ইউনিয়ন পরিষদ সদস্যদের কোনো বিকল্প নেই। এ জন্য অবশ্যই তাঁদের ক্ষমতায়িত করতে হবে, শক্তিশালী করতে হবে। তবে আপনাদের সংগঠিত হতে হবে, শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করতে হবে। আর এটি করতে পারলে নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীসহ সবাই আপনাদের গুরুত্ব দেবে।’ 

আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অবিলম্বে স্থানীয় সরকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের অধীনে ন্যস্ত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শক্তিশালী হবে না। এ জন্য আমাদের আরও সক্রিয় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’ 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাইসসের চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকীব আজাদ, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান প্রমুখ।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে