Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল

মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থল। প্রধানমন্ত্রী প্রবেশের আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। 

আজ শনিবার ভোর থেকেই কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে নারীদেরও।

রংবেরঙের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে  বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রঙের শাড়ি ও সাদা টি শার্ট পরে মিছিল নিয়ে নারী-পুরুষের জনসভাস্থলে আসার দৃশ্য চোখে পড়ার মতো। কোটালীপাড়া উপজেলার ২০টি স্থানে মনিটরের মাধ্যমে সরাসরি জনসভার ভিডিও দেখানো হচ্ছে। দীর্ঘ চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন। তিনি ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনের আগেই জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। 

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতিহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্ট সব শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু