Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল ২ দিনের রিমান্ডে

কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার উচ্চারণ ব্যান্ডের সংগীতশিল্পী এনামুল কবির ওরফে রেবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন। 

বিকেলে রেবেলকে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের রামপুরা থানা সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে বিষয়টি জানা গেছে। 

এর আগে আজ সকালে রামপুরা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক কেজি আইস জব্দ করা হয়। যার বাজারমূল্য এক কোটি টাকা। 

মালিবাগ মাটির মসজিদ এলাকা থেকে রেবেলকে আটকের পর তাঁর কাছ থেকে এই মাদক জব্দ করা হয়। রেবেল জনপ্রিয় পপতারকা আজম খানের দলের সদস্য ছিলেন। 

এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সংগীতচর্চার আড়ালে এই আসামি মাদকের কারবার করেন। ভয়াবহ মাদক আইস বা ক্রিস্টাল ম্যাথ তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন—তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার