Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পত্রিকায় শিশুদের পাতা না থাকায় তথ্যমন্ত্রীর আফসোস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পত্রিকায় শিশুদের পাতা না থাকায় তথ্যমন্ত্রীর আফসোস

পত্রপত্রিকায় শিশুদের লেখার কোনো ব্যবস্থা না থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমি পত্রিকার উদ্দেশে বলতে চাই, শিশুদের জন্য এই লেখার ব্যবস্থা আপনারা যদি করেন তাহলে শিশুরা লিখবে, শিখবে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে। 

আজ রোববার সিডরাপ ভবনে অ্যাকশনএআইডি আয়োজিত অ্যাকশন এআইডি মিডিয়া অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তথ্যমন্ত্রী। 
 
হাছান মাহমুদ বলেন, ছোটবেলায় আমি শিশুদের পাতায় লিখতাম। সেটা ছাপানো হলে আমার অনেক বেশি আনন্দ হতো। আমি অনুপ্রাণিত হতাম। এই ব্যাপারটা আমার মধ্যে আত্মবিশ্বাস এনে দিত। 
 
তথ্যমন্ত্রী বলেন, সমাজে এমন অনেক গোষ্ঠি বা মানুষ আছে যারা তাঁদের কথা বলতে পারে না। একজন সাংবাদিক তাঁর লেখনির মাধ্যমে তাঁর পত্রিকায়, চ্যানেলে, অনলাইনে সেই কথাগুলো তুলে ধরেন। যারা স্বপ্ন দেখতে ভয় পান, তাঁদের একজন সাংবাদিক স্বপ্ন দেখাতে পারেন তাঁর লেখনি কিংবা রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে একজন সাংবাদিক বিরাট ভূমিকা পালন করেন। 

অ্যাকশন এআইডি মিডিয়া অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন পত্রিকার রিপোর্ট মানুষকে ভাবায়। তাদের উৎসাহ দিতে এ রিপোর্টিং অ্যাওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। তরুণ সাংবাদিকদের সম্মাননা প্রদান ও তাঁদের কাজকে মূল্যায়ন করার জন্য এই আয়োজনকে সাধুবাদ জানান তিনি। 

ড. গোলাম রহমান বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছেন তরুণ সমাজ। তাঁদের কাজকে অবশ্যই অনুপ্রেরণা দিতে হবে। কারণ আমাদের দেশে যত উন্নয়নের কাজ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে তরুণদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই দিক থেকে তাঁদের উৎসাহিত করতে হবে। 
  
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টিফোরের নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট। অনুষ্ঠানে তিনজন সাংবাদিককে ফেলোশিপ আর তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু