Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার ব্যবসায়ী উজ্জ্বল দাস (৩২) পৌরসভার ডহরপাড়া গ্রামের ব্যবসায়ী বিমল দাসের (৬০) একমাত্র ছেলে। গ্রেপ্তার অন্যরা হলেন পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭), একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী বিমল দাস হত্যা চেষ্টার ঘটনায় তাঁর ভাই কালা চাঁদ দাস (৪৩) বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা ইতিমধ্যে এই মামলার প্রধান আসামি উজ্জ্বল দাসসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার বাদী কালা চাঁদ দাস বলেন, ‘আমার ভাই বিমল দাস ব্যবসায়িক প্রয়োজনে কিছু জায়গা বিক্রির উদ্যোগ নেন। এই জমি বিক্রির কথা শুনে ছেলে উজ্জ্বল দাস তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী বিমল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করেছিল। এ ঘটনায় আমি তিন দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে কারা আমার ওপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি।’

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে