ময়মনসিংহের মুক্তাগাছা শহরের তামাকপট্টি এলাকায় ইয়াসিন (৭৫) নামের এক বৃদ্ধ সকাল পৌনে এগারোটায় ট্রাক চাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের মুজাটি রাজের মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের তামাকপট্টি এলাকায় রাস্তার মোড় ঘোরানোর সময় ট্রাকটি বৃদ্ধ ইয়াসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় পথচারীরা ট্রাকটি আটক করতে পারলেও ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে ও আটককৃত ট্রাকটি থানায় নিয়ে যায়। মুক্তাগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মুক্তাগাছার থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, পুলিশ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-৫৬৪৮) আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।