Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় ৩/এ নম্বর রোডের একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞতানামা দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ভিকটিম কি আসামিকে চেনেন বা আসামির নাম বলেছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিকটিম আসলে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আসামির নাম বলতে পারেননি এখনো। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা বুঝতে পেরেছি ভিকটিম ও আসামি পূর্বপরিচিত বলে মনে হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পারভেজ ইসলাম বলেন, ভিকটিম জানায় অভিযুক্ত ছেলেটির সঙ্গে তাঁর গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাঁকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজে দেখে দুজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তাঁরা স্বাভাবিকভাবে ভবনে প্রবেশ করেছেন।

তিনি আরও বলেন, ‘ভিকটিম মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। আমরা তাঁর পরিবার মারফত জানতে পেরেছি তিনি বাসা থেকে রাগ করে গতকাল বের হয়ে এসেছিলেন।’ 

জানা গেছে, বাণিজ্যিক ৭ তলা ওই ভবনে একটি সুপার শপসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে