Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ৩ দিন পর গাজীপুরে বাসচালকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

নিখোঁজের ৩ দিন পর গাজীপুরে বাসচালকের লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের তিন দিন পর তারেক হোসেন (৩০) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মহানগরীর জয়দেবপুর বাস টার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তারেক হোসেন ফরিদপুরের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহন সার্ভিসের বাসচালক ছিলেন। 

তারেকের ভগ্নিপতি সোহেল খান জানান, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মুন্সিপাড়া এলাকার সায়েদ আলীর ভাড়া বাসায় থেকে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারেক। গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। 

স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের তিন দিন পর আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত জমিতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। 

এ বিষয়ে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাহেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।’ 

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু