Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাড্ডায় যুবকের আত্মহত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় যুবকের আত্মহত্যার অভিযোগ

রাজধানীর উত্তর বাড্ডায় রবিন মিয়া (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার স্বজনরা। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তর বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রবিনের বাবা মো. বাচ্চু মিয়া জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোয়াডাঙ্গা গ্রামে। তারা গ্রামেই থাকেন। রিকশা চালানোর জন্য ৩ দিন আগে ঢাকায় আসেন। বেড়ানোর জন্য ছেলেকে সঙ্গে নিয়ে আসেন। ঢাকায় এসে বাড্ডায় রবিনের ফুফু নাজমা বেগমের টিনশেড বাসায় ওঠেন।

মো. বাচ্চু মিয়া আরও জানান, দুপুরে তিনি রিকশা চালাতে বাইরে যান। আর রবিনের ফুফু ও তার মেয়ে গার্মেন্টসে যান। বাসায় রবিন একাই ছিল। সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান রুমের ভেতর থেকে দরজা বন্ধ। তখন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রবিন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত রবিনের বোন জামাই আল আমিন ইসলাম জানান, হতাশাগ্রস্ত ছিল রবিন। কিছুই করত না সে। মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকেও চলে যেত। চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়েছে। সবশেষ ১৫ দিন আগে নাদিয়া সুলতানা নামে এক মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। আজকে সে কোন কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা তাদের কারো জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে