Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চরমোনাই পীরের ওরসে যাওয়ার পথে বাস উল্টে চালকের মৃত্যু, আহত ১৫

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

চরমোনাই পীরের ওরসে যাওয়ার পথে বাস উল্টে চালকের মৃত্যু, আহত ১৫

চরমোনাই পীরের ওরসে যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে (রেলগেট সংলগ্ন) একটি বাস উল্টে চালক নাজমুল (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাঁরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত চালক নাজমুলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। আহতদের বাড়ি পাবনা সদর উপজেলায়। এখন পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। 

জানা যায়, বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। গতকাল বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। 

রাজবাড়ীর কালুখালীতে চরমোনাইগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে উল্টে যায়পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, ধারণা করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান। 

ওসি আরও বলেন, এ ঘটনায় আরও ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার