চরমোনাই পীরের ওরসে যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে (রেলগেট সংলগ্ন) একটি বাস উল্টে চালক নাজমুল (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাঁরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত চালক নাজমুলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। আহতদের বাড়ি পাবনা সদর উপজেলায়। এখন পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। গতকাল বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আরও ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।