হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডের ১২ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছে

তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে এবার স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ওই এলাকার ১২টি রেস্তোরাঁ ও কফিশপ। এসব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে। 

রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন সম্প্রতি ১২টি রেস্তোরাঁর তালিকাসহ একটি চিঠি দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এরপরই ডিএসসিসি এসব প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া ট্রেড লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। রাজউক ও ডিএসসিসি থেকে বিষয়টি নিশ্চিত করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে আজ সোমবার ডিএসসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রাজউকের চিঠি পেয়ে আমরা ট্রেড লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছি। এ বিষয়ে দুই সংস্থা মিলে কাজ করবে।’ 

রাজউক সূত্রে জানা গেছে, অনুমোদিত নকশার বাইরে গিয়ে স্থাপনা ব্যবহার করা হচ্ছে। ট্রেড লাইসেন্স নিয়ে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। তাই বেইলি রোডের স্পাইস অ্যান্ড হার্বস, বুমার্স ক্যাফে, দি ডাইনিং অ্যান্ড লঞ্জ, নবাবী ভোজ, ভূতের আড্ডা রেস্টুরেন্ট, কোকো ক্যাফে, ফখরুদ্দীন বিরিয়ানি, বিএফসি রেস্টুরেন্ট, ম্যাডশেফ, সিচুয়ান, ব্রাঞ্চ এট ও পিটার অ্যান্ড বার্গার নামের ১২টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। 

 এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, ‘আমরা শুধু বেইলি রোডে নয়; যেসব ইমারত অনুমোদিত নকশায় রেস্তোরাঁ করার সুযোগ রাখা হয়নি সেখানে যেন ট্রেড লাইসেন্স ইস্যু না করে, সে জন্য উদ্যোগ নিয়েছি। আর যেগুলো এ বিষয়টি মাথায় না রেখে আগে ইস্যু করা হয়েছে তা বাতিলের জন্য চিঠি দিয়েছি। এটা সিটি করপোরেশনের দুই প্রধান নির্বাহীকেই দেওয়া হয়েছে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন